News

ফ্রিল্যান্সিং শিখছে এক হাজার নারী

ফ্রিল্যান্সিং শিখছে এক হাজার নারী

২০২২ সালের মধ্যে দুই লাখ মানুষকে আইটি খাতে প্রশিক্ষণ দেবে ডেনমার্কভিত্তিক তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান কোডারসট্রাস্ট। সেই লক্ষ্যে এক হাজার সুবিধাবঞ্চিত নারীকে ফ্রিল্যান্সিং বিষয়ে বিনামূল্যে প্রশিক্ষণ দিচ্ছে প্রতিষ্ঠানটি। গত ৫ সেপ্টেম্বর রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে ‘ফ্রিল্যান্সিং জগতে নারীদের দক্ষতা বিকাশ’ সংক্রান্ত প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। কোডারসট্রাস্টের সহপ্রতিষ্ঠাতা ও কোডারসট্রাস্ট বাংলাদেশের চেয়ারম্যান আজিজ আহমদ, বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত উইনি পিটারসেন, বাংলাদেশ সরকারের মুখ্য সচিব নজিবুর রহমান, সাবেক মুখ্য সচিব আব্দুল করিম, সাবেক শিক্ষাসচিব নজরুল ইসলাম খান, ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটির নির্বাহী চেয়ারম্যান ফারুক হোসেন ও সংসদ সদস্য শিরিন আক্তার এসময় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী বলেন, ফ্রিল্যান্সিং এখন ট্রিলিয়ন ডলারের বাজার। বাংলাদেশে বর্তমানে ১ লাখ ৭০ হাজার শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। যেখানে সাড়ে চার কোটি শিক্ষার্থী পড়াশোনা করছে। তাদের সবার কর্মসংস্থান করা সরকারের পক্ষে হয়তো সম্ভব হবে না। তবে সরকার তাদের জন্য সারা বিশ্বকে উন্মুক্ত করে দেবে। আউটসোর্সিংয়ের বিশাল বাজার ধরতে হবে। এর ন্যূনতম অংশও যদি বাংলাদেশে আসে, তাহলে দেশে কোনো দারিদ্র্য থাকবে না। নারীদের যদি বেশি করে এ খাতে যুক্ত করা যায়, তবে তাদের যেমন অর্থনৈতিক স্বাধীনতা আসবে, তেমনিভাবে বাংলাদেশও বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে লাভবান হবে

Leave a Reply