News

কানাডার বৃটিশ কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে পিএইচডি গবেষণারত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের লেকাচারার নুসরাত মেহজাবিন এর ICCE 2020 তে প্রথম স্থান অর্জন

মার্কিন যুক্তরাষ্ট্রের লাস ভেগাস শহরে ২৬ ফেব্রুয়ারি তারিখে IEEE International Conference on Consumer Electronics (ICCE 2020) অংশ হিসেবে পৃথিবীর বিভিন্ন দেশের বিখ্যাত বিশ্ববিদ্যালয়গুলোর নির্বাচিত ৩০ জন প্রতিযোগী নিজ নিজ গবেষণা ফলাফল উপস্থাপন করেন। বিচারক প্যানেল দক্ষিণ কোরিয়া, জাপান, তাইওয়ান ও কানাডার ৫টি পুরস্কারের জন্য মনোনীত করে। তম্মধ্যে কানাডার বৃটিশ কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে পিএইচডি গবেষণারত নুসরাত মেহজাবিন ([email protected]) এর উপস্থাপিত “SSIM Assisted Pseudo-sequence-based Prediction Structure for Light Field” প্রথম স্থান অধিকারের গৌরব অর্জন করেছে। গত ২৪মে তারিখ আয়োজকদের পক্ষে Konstantin Glasman Chair, Video/ Multimedia Committee IEEE Consumer Electronics Society IBC2020 এক ইমেইল বার্তায় এই পুরস্কার ঘোষণা করেন। এই পুরস্কারের কারনে অন্যান্য স্বীকৃতির সাথে নুসরাত মেহজাবীন আয়োজিত আগামী ICCE 2021 বক্তা হিসেবে আমন্ত্রিত হবেন। গবেষণাক্ষেত্রে তাঁর আগ্রহের বিষয়গুলো হচ্ছে: Green Networking, Resource allocation, energy efficiency, IoT|

বৃটিশ কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ২৮ মে ২০২০ তারিখ তাঁকে নিজ ক্ষেত্রে অসাধারণ একাডেমিক কৃতিত্ব প্রদর্শন করায় ‘‘প্রেসিডেন্ট’স একাডেমিক এক্সিলেন্স ইনিসিয়েটিভ পিএইচডি এওয়ার্ড” প্রদান করেছেন। নুসরাত মেহজাবীন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে লেকাচারার, যিনি বর্তমানে শিক্ষা ছুটিতে কানাডার বৃটিশ কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে পিএইচডি গবেষণারত। নুসরাত মেহজাবীনসহ সকল প্রতিযোগীর ভিডিও গুলো https://www.youtube.com/playlist?list=PLcS-HUwSHpFrUzEsqIEodiB1uFp7X6Rz4 দেখা যাবে।

Leave a Reply