News

প্রয়াত সাজ্জাদ হোসেন স্মরণে স্মৃতিচারণ ও দোয়া মাহফিল

বাংলাদেশ কম্পিউটার সমিতির প্রথম নির্বাচিত সভাপতি (১৯৯২-১৯৯৫) জনাব সাজ্জাদ হোসেন গতকাল ১১ অক্টোবর ভোর ৩:৩০ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে আইসল্যান্ডের একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নাল্লিাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বাংলাদেশের তথ্যপ্রযুক্তির অন্যতম দিকপাল এবং বাংলাদেশ কম্পিউটার সমিতির প্রতিষ্ঠাতা সদস্য পরম শ্রদ্ধেয় সাজ্জাদ হোসেনের-এর মৃত্যুতে বাংলাদেশ কম্পিউটার সমিতির কার্যনির্বাহী কমিটি ও সকল সদস্যের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করছি।

প্রয়াত সাজ্জাদ হোসেন তার ব্যক্তিত্ব দ্বারা প্রিয় হয়ে উঠেছেন তথ্যপ্রযুক্তি অঙ্গনের মানুষজনের কাছে। আমাদের স্মৃতিতে এখনও উজ্জল ভাস্বর বাংলাদেশের তথ্যপ্রযুক্তির বিস্তারে, তথ্যপ্রযুক্তির পণ্য জনগণের কাছে সহজলভ্য ও সহজপ্রাপ্তিতে তার অসাধারণ ভূমিকার কথা, যার সুফল দেশের আপামর জনসাধারণ ভোগ করছে। তার উদ্যোগেই বাংলাদেশে প্রথম তথ্যপ্রযুক্তির প্রদর্শনী আয়োজন করা হয়।

তার মৃত্যুতে আমরা আমাদের একজন অভিভাবক, শুভাকাঙ্খী ও পরম বন্ধুকে হারালাম যার পরামর্শ আমাদের তথ্যপ্রযুক্তি শিল্পকে প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতো। আমরা মহান আল্লাহ তায়া’লার কাছে প্রার্থনা করি, পরম করুণাময় আল্লাহ তায়া’লা তাঁর বিদেহী আত্মার বেহেস্ত নসীব করুন, আমীন।

প্রয়াত সাজ্জাদ হোসেন স্মরণে আগামীকাল ১৩ অক্টোবর রাত ৮:০০ মিনিটে এক স্মৃতিচারণ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। 

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মাননীয় মন্ত্রী এবং বিসিএস এর প্রাক্তন সভাপতি জনাব মোস্তাফা জব্বার, বিসিএস এর প্রতিষ্ঠাতা সভাপতি জনাব কামাল হোসেন, প্রাক্তন সভাপতি জনাব আবদুল্লাহ এইচ কাফি, প্রাক্তন সভাপতি ও বর্তমান উপদেস্টা জনাব আফতাব উল ইসলাম, প্রাক্তন সভাপতি ও বর্তমান উপদেস্টা মো: সবুর খান, বেসিস এর প্রতিষ্ঠাতা সভাপতি জনাব এ. তৌহিদ-সহ প্রাক্তন সভাপতি, উপদেস্টা এবং সিনিয়র সদস্যবৃন্দ প্রয়াত সাজ্জাদ হোসেন-এর জীবন ও কর্মের উপর স্মৃতিচারণ করবেন।

Zoom Link

https://us02web.zoom.us/j/89700172275?pwd=dEM5NEtQVHdldWNVWmdzYWhLWktGZz09

Leave a Reply