ভেঞ্চার ক্যাপিটাল প্রতিষ্ঠান আইটি এবং আইটিইএস সহ বিভিন্ন উদ্ভাবনী উদ্যোগে বিনিয়োগ করে থাকে। যুক্তরাষ্ট্র, ইউরোপ, ভারতসহ বিভিন্ন দেশে ভেঞ্চার ক্যাপিটাল বিভিন্ন স্টার্ট আপ কোম্পানিকে অর্থায়ন করে বড় হতে সাহায্য করেছে। আপনারা জানেন যে, বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন ২০১৫ সালে অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট বিধি পাস করেন। এই বিধির আওতায় বাংলাদেশে বিভিন্ন ভেঞ্চার ক্যাপিটাল ও প্রাইভেট ইকুইটি কোম্পানী প্রতিষ্ঠিত হয়েছে। এছাড়া বেশ কিছু বিদেশী ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানী বাংলাদেশে কর্মরত আছে। এইসব ভেঞ্চার ক্যাপিটাল ও প্রাইভেট ইকুইটি কোম্পানী সম্মিলিত হয়ে ২০১৬ সালে ‘ভেঞ্চার ক্যাপিটাল এন্ড প্রাইভেট ইকুইটি এসোসিয়েসন অফ বাংলাদেশ’ (ভিসিপিয়াব) প্রতিষ্ঠা করেন।
আপনারা নিশ্চয় অবগত আছেন যে, বাংলাদেশের স্টার্টআপগুলো সাড়ে ৮ লক্ষেরও বেশি লোকের প্রত্যক্ষ ও অপ্রত্যক্ষ কর্মসংস্থানে সহায়তা করেছে। চাকরির সৃষ্টিতে স্টার্টআপগুলির এই ভূমিকা তাদের ক্রমবর্ধমান অর্থনৈতিক গুরুত্বকে প্রমান করে। স্টার্টআপগুলি যুগপোযগী প্রযুক্তির মাধ্যমে অর্থনৈতিক বিকাশে সাহায্য করার পাশাপাশি আলোড়ন সৃষ্টিকারি উদ্ভাবন দিয়েও অর্থনীতিতে ভুমিকা রাখছে। ক্রমবর্ধমান ঝুঁকি থাকা সত্ত্বেও আমাদের স্থানীয় স্টার্টআপগুলির মাঝে চালডাল, পাঠাও, সহজ সহ আরও বেশ কিছু স্টার্টআপ প্রয়োজনীয় জিনিসপত্র সরবরাহ নিশ্চিত করার মাধ্যমে বাংলাদেশে করোনভাইরাস প্রভাব নিয়ন্ত্রণে সক্রিয় ভূমিকা পালন করছে।
এরই প্রেক্ষিতে, ২০২১-২২ অর্থবছরের বাজেট পূর্ববর্তী “ভেঞ্চার ক্যাপিটাল এন্ড স্টার্টআপস ফর এ পোষ্ট কোভিড রেসিলিয়েন্ট ইকোনমি”শীর্ষক অনলাইন একটি আলোচনা সভা এবং ভেঞ্চার ক্যাপিটাল এবং প্রাইভেট ইকুইটি সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে ভেঞ্চার ক্যাপিটাল এন্ড প্রাইভেট ইকুইটি এসোসিয়েসন অফ বাংলাদেশ (ভিসিপিয়াব) আগামী ০৬ মে (বৃহস্পতিবার), ২০২১ তারিখে একটি গোলটেবিল বৈঠক এর আয়োজন করেছে। উক্ত গোলটেবিল বৈঠকে পার্টনার হিসেবে থাকছে ক্যাপিটাল মার্কেট জার্নালিষ্ট ফোরাম।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন পরিকল্পনা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব এম এ মান্নান এমপি। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের মাননীয় চেয়ারম্যান প্রফেসর শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। সভার সভাপতিত্ব করবেন ভিসিপিয়াব সভাপতি জনাব শামীম আহসান ।
উক্ত অনুষ্ঠানে আপনি বা আপনার স্বনামধন্য মিডিয়ার একজন রিপোর্টারকে অনলাইনে অংশগ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি এবং সংবাদটি প্রকাশ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।
Leave a Reply