ছাত্র-ছাত্রীদের জন্য কোটি টাকার শিক্ষাবৃত্তি প্রোগ্রাম নিয়ে এলো দেশীয় সুপারব্র্যান্ড ওয়ালটন। ১ জুন ২০২১ ইং তারিখ হতে দেশের সকল ওয়ালটন শোরুম থেকে ল্যাপটপ, ট্যাবলেট, ডেস্কটপ এবং অল ইন ওয়ান কম্পিউটার কিনে শিক্ষার্থী গন ১ লক্ষ টাকা পর্যন্ত নিশ্চিত শিক্ষাবৃত্তি পাবেন। সেই সাথে থাকছে ১২ মাস পর্যন্ত ০% ইন্টারেস্টে কিস্তি সুবিধা।
এ উপলক্ষে রোববার (৩০ মে, ২০২১) রাজধানীর বসুন্ধরায় ওয়ালটন কর্পোরেট অফিসে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনলাইনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রকল্পের উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাকির হোসেন।
ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান এস এম রেজাউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার গোলাম মুর্শেদ। অনুষ্ঠানে কোটি টাকার শিক্ষাবৃত্তি প্রোগ্রামের উপর কিনোট স্পিচ উপস্থাপন করেন ওয়ালটন গ্রুপের ডিজিটাল প্রোডাক্টসের প্রধান নির্বাহী পরিচালক ইঞ্জিনিয়ার মোঃ লিয়াকত আলী।
এছাড়াও অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নজরুল ইসলাম সরকার, ইভা রেজওয়ানা নিলু, এমদাদুল হক সরকার ও হুমায়ূন কবীর, ওয়ালটন প্লাজা ট্রেডের সিইও মোহাম্মদ রায়হান, প্রধান বিপণন কর্মকর্তা ফিরোজ আলম, নির্বাহী পরিচালক জিনাত হাকিম প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নির্বাহী পরিচালক আজিজুল হাকিম।
Walton Laptop কোটি টাকার শিক্ষাবৃত্তি সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন: t.ly/kxSJ
Leave a Reply