
দেশের আর্থিক প্রতিষ্ঠানগুলোর সাইবার সুরক্ষা নিশ্চিত করতে নিয়মিত সাইবার ড্রিলের পাশাপাশি এবার নিজেদের দক্ষতা ঝালিয়ে নিতে শুরু করেছে বাংলেদেশের কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিম- বিজিডি ই-গভঃ সার্ট।
এ লক্ষ্যে শনিবার (৫ আইসিটি টাওয়ারে অবস্থিত ন্যাশনাল সার্ট এর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা। কর্মশালায় কোর ব্যাংকিং সল্যুশন নীরিক্ষার জটিল বিষয়ে প্রশিক্ষণ দেন সোনালী ব্যাংকের সিআইটিও মুহাম্মাদ বখ্তিয়ার।
প্রশিক্ষণার্ধীদের মধ্যে মধ্যে জাতীয় ডেটা ন্টোরের ৪ জন, ডিজিটাল সিগনেচার কর্তৃপক্ষের ২ জন এবং সার্টের অডিট টিমের ৯ জন সদস্য কর্মশালায় অংশ নেন।
কর্মশালার উদ্বোধন করেন সিএ অপারেশন, নিরাপত্তা ও জাতীয় ডাটা সেন্টার এর পরিচালক তারেক এম বরকতউল্লাহ। নিজেদেরকে ঝালিয়ে নিয়ে এ বছর থেকেই পুরো দমে শুরু হবে ব্যাংকগুলোর আইটি অডিট।
এ বিষয়ে তিনি কমপিউটার জগৎ-কে জানান, সোনালি ব্যাংকের মাধ্যমে ইতোমধ্যেই আর্থিক প্রতিষ্ঠানগুলোর আইটি অডিট শুরু করেছে ন্যাশনাল সার্ট। অল্প কয়েকদিনের মধ্যেই নীরিক্ষা কার্যক্রম চলবে রূপালী ব্যাংকে। এরপর চলতি বছর থেকেই বেসরকারী ব্র্যাক ব্যাংকের মধ্য দিয়ে নিয়মিত অডিট পরিচালনা করা হবে।
এছাড়াও
অগাস্টে বিশ্ববিদ্যালয়ে, অক্টোবরে ব্যাংক ডিসেম্বরে জাতীয় ড্রিল
Leave a Reply