News

সাইবার সিকিউরিটি সলিউশন্স দিচ্ছে এনজিআইটি নেটওয়ার্কস লিঃ

আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি একটি দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যও অর্থনীতিতে ভূমিকা রাখার জন্য তথ্য প্রযুক্তির কোনো বিকল্প নেই, কিন্তু এ ও সত্যি যে বর্তমান সাইবার স্পেসে আমাদের উপস্থিতি যেমন বাড়ছে, তেমনি বেড়ে চলছে সাইবার ক্রাইম অর্থাৎ ইন্টারনেট এবং কম্পিউটারের মাধ্যমে সংঘটিত অপরাধ, যা এখন পুরো বিশ্বে ব্যপক ভাবে ছড়িয়ে পড়ছে, সাইবার অপরাধীরা আপনার প্রতিষ্ঠানের তথ্য, অনলাইন এ্যাকাউন্ট, ই-মেইল, ওয়েবসাইট ইত্যাদি (নিম্মে) টেকনিক গুলো দিয়ে হ্যাকিং করে নানান জটিল সমস্যার সৃষ্টি করে।

মূলত আমাদের মূল্যবান যে জিনিস গুলো আছে সেগুলোকে সেফ রাখার জন্য যে বিষয়টি সম্পর্কে আমাদের সবাইকে জানতে হবে সেটি হচ্ছে সাইবার বা ইন্টারনেট সিকিউরিটি।

১. ম্যালওয়্যার
২. ফিশিং
৩. স্পিয়ারফিশিং
৪. ম্যান-ইন-দ্যা-মিডল
৫. ট্রোজন
৬. রেনসোমওয়ার
৭. ডিডস
৮. ব্রুট-ফোর্স

আমরা এনজি আইটি নেটওয়ার্ক সলিঃ এন্টারপ্রাইস নেটওয়ার্ক সিকিউরিটি প্রোডাক্টস এবং সলিউশন্স এর ওয়ার্ল্ড ওয়াইড ভেন্ডরদের সাথে পার্টনার, আমরা এনজি আইটি নেটওয়ার্কস আছি আপনার প্রতিষ্ঠানের পাশে, আমরা ওয়ার্ল্ড ক্লাসের নেটওয়ার্ক সিকিউরিটি সলিউশন্স দিয়ে একটি সিকিউর এন্টারপ্রাইস নেটওয়ার্ক তৈরি করতে এবং আপনার বিদ্যমান নেটওয়ার্ক সিকিউরিটি আপগ্রেড করতে।

Eng. Anowar Hossain
Managing Director & CEO of NGIT Networks Ltd.
N.I. Tower (4th Floor), House-01, Road-10, Block-E | Banani Model Town | Dhaka
Phone: +8809639494901/01810191915
www.ngitnetworks.com
[email protected]

Leave a Reply