আইসিটি বিভাগ থেকে আইসিটি ক্যাডার পদ তৈরি করা হচ্ছে। এ প্রস্তাব প্রধানমন্ত্রীর দফতরে পাঠানো হয়েছে, অচিরেই এটি গঠিত হবে। এতে টেকসই ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে সহজ হবে বলে জানিয়েছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
মঙ্গলবার ভার্চুয়ালি এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল এমপি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, আওয়ামী লীগ কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি-বিষয়ক সম্পাদক প্রকৌশলী মো. আব্দুস সবুর।
অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. আবদুল জব্বার খান। গভর্নমেন্ট আইসিটি অফিসার্স ফোরামের সভাপতি শারমিন আফরোজের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আইসিটি অফিসার্স ফোরামের মহাসচিব প্রকৌশলী রতন চন্দ্র পাল। সঞ্চালক হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদফতরের প্রোগ্রামার এ. এস. এম. হোসনে মোবারক।
জুনাইদ আহমেদ পলক বলেন, আইসিটি বিভাগ থেকে আইসিটি ক্যাডার করার জন্য প্রস্তাব প্রধানমন্ত্রীর দফতরে প্রেরণ করেছি, অচিরেই আইসিটি ক্যাডার গঠিত হবে। এতে টেকসই ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে সহজ হবে বলে মনে করেন তিনি।
Leave a Reply