
অন্তর্ভুক্তিমূলক এবং সাশ্রয়ী মূল্যে সকলকে ইন্টারনেট সংযোগের আওতায় আনতে হবে
বাংলাদেশ ইন্টারনেট গভর্নেন্স ফোরাম (বিআইজিএফ) ২৬ আগস্ট বৃহস্পতিবার বেলা ৩:০০ টায় আয়োজন করে ইন্টারনেট গভর্নেন্স পলিসি ডায়ালগ ২০২১। কোভিড-১৯ মহামারির কারণে ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে এই ডায়ালগ অনুষ্ঠিত হয়। মূল বিষয় ছিলো অন্তর্ভুক্তিমূলক এবং সাশ্রয়ী মূল্যে ইন্টারনেট সংযোগ এবং ইন্টারনেট পরিচালনার নীতিমালা ও ৫জি পর্যবেক্ষণ এবং সকলকে ইন্টারনেটের আওতায় নিয়ে আসা। জাতিসংঘের ইন্টারনেট গভর্নেন্স বিষয়ক কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাবার লক্ষ্যে বাংলাদেশ ইন্টারনেট গভর্নেন্স প্রতিষ্ঠত হয়। এই সংলাপের উদ্দেশ্য ছিলো অন্তর্ভুক্তিমূলক এবং সাশ্রয়ী মূল্যে ইন্টারনেট সংযোগ এবং ইন্টারনেট পরিচালনার নীতিমালা ও ৫জি পর্যবেক্ষণ সম্পর্কে আলোচনা করা এবং এ বিষয়ে জনমত তৈরি এবং জনগণের কণ্ঠকে জোরালো করার মাধ্যমে ক্ষমতায়ন করা ববেং সকলকে ইন্টারনেট সংযোগের আওতায় নিয়ে আসা।
টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি-৯), বিশেষ করে লক্ষ্যমাত্রা ৯সিতে উল্লেখিত তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে প্রবেশাধিকার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করে এবং স্বল্পোন্নত দেশে ইন্টারনেটের সার্বজনীন ব্যবহার এবং সাশ্রয়ী মূল্যে ব্যবস্থা গ্রহণে উদ্বুদ্ধ করা। এই সম্ভাব্যতা উপলব্ধি করার জন্য বাংলাদেশে ডিজিটাল অন্তর্ভুক্তি বাড়ানো অপরিহার্য, এই বিবেচনায় নির্ভরযোগ্য এবং সাশ্রয়ী মূল্যের সংযোগের সরকারের সাথে কাজ করা এবং সবাইকে ইন্টারনেট সংযোগের আওতায় নিয়ে আসা। বিটিআরসির মতে, ২০২১ সালের জানুয়ারি শেষে মোট ইন্টারনেট গ্রাহকের সংখ্যা ১১ কোটি ২০ লাখে পৌঁছেছে। বাংলাদেশ সরকার ৫ জি চালু করার প্রতিশ্রুতি দিয়েছে।
প্রযুক্তি শিল্পের বিশিষ্ট বিশেষজ্ঞ এবং ইন্টারনেট গভর্নেন্স কমিউনিটির অংশগ্রহণকারীবৃন্দ এই কর্মসূচিতে অংশ নেন। সরকার, নাগরিক সমাজ, বেসরকারি, প্রযুক্তিবিদ, শিক্ষাবিদ, যুবসমাজের প্রতিনিধি এবং গণমাধ্যমের প্রতিনিধিবৃন্দও এই ডায়ালগে অংশগ্রহণ করেন।
ড. মো. রফিকুল মতিন, ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড (বিটিসিএল), অন্তর্ভুক্তিমূলক এবং সাশ্রয়ী মূল্যে ইন্টারনেট সংযোগ বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
জনাব সুমন আহমেদ সাবির, চিফ টেকনোলজি অফিসার, ফাইবারএটহোম লিঃ বরেন সাশ্রয়ী মূল্যের ইন্টারনেট এবং সংযোগের পাশাপাশি শহর এবং গ্রামের মানুষের মাঝে ডিজিটাল বিভাজন ও বৈষম্য হ্রাস করতে হবে।
এশিয়া প্যাসিফিক ফেসবুক এর হেড অব কানেক্টিভিটি পলিসি জনাব টম ভার্গিস, বলেন কিভাবে ফেসবুক, মানুষের মাঝে সম্পর্ক গড়ে তুলতে সহায়তা করে এবং বিশ^কে সবার সাথে সংযোগ স্থাপনের জন্য কাজ করছে। আমরা পরবর্তী প্রজন্মের প্রযুক্তির উন্নয়নে মনোনিবেশ করেছি যা সংযোগের খরচ কমিয়ে আনতে সাহায্য করতে পারে এবং অন্য সবার জন্য ক্ষমতা এবং কর্মক্ষমতা বৃদ্ধি করতে পারে।
জনাব ব্রিগেডিয়ার জেনারেল এস এম ফরহাদ (অব.) মহাসচিব, অ্যাসোসিয়েশন অফ মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশ (এমটব) মূল প্রবন্ধে কানেক্টিভিটি রেগুলেশন এবং ৫জি পর্যবেক্ষণ এবং ৩জি, ৪জি এবং ৫জি এর বর্তমান অবস্থা তুলে ধরেন।
আইকান এর ভারতের প্রধান জনাব সমীরণ গুপ্ত উল্লেখ করেন কিভাবে স্পেস বরাদ্দ, প্রোটোকল আইডেন্টিফায়ার অ্যাসাইনমেন্ট, জেনেরিক এবং টপ লেভেল ডোমেইন নেম সিস্টেম ম্যানেজমেন্টের কান্ট্রি-কোড এর ওপর কাজ করে।
জনাব রাশেদ মেহেদী, সভাপতি, টেলিকম রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশ (টিআরএনবি) এবং বিশেষ প্রতিবেদক, সমকাল, নীতিগত বিষয়, অবকাঠামোগত উন্নয়নের জন্য প্রযুক্তিগত দক্ষতা, ৫ জি চালু, ডিজিটাল বিভাজন হ্রাস, দ্রুত গতির ইন্টারনেট এবং অন্তর্ভুক্তিমূলক সংযোগের উপর জোর দেন এবং বিষয়টি বিবেচনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
জনাব টি আই এম নূরুল কবির, আইসিটি ও টেলিকম সেক্টর বিশেষজ্ঞ এবং নির্বাহী পরিচালক, ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ফিকি) উল্লেখ করেনে যে আমাদের সাশ্রয়ী এবং দ্রুতগতির ইন্টারনেটের জন্য ৫ জি, স্পেকট্রাম এবং উচ্চ ফ্রিকোয়েন্স নিয়ে কাজ করতে হবে।
প্রফেসর ড. মোহাম্মদ মাহফুজুল ইসলাম, ভাইস-চ্যান্সেলর, কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ আলোচনা উল্লেখ করেন সরবরাহকারী ও চাহিদা উভয় পক্ষের মধ্যে সমন্বয় গুরুত্বপূর্ণ।
বাংলাদেশের ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশনের সভাপতি জনাব আমিনুল হাকিম ডিজিটাল বিভাজন কমাতে এবং গ্রামাঞ্চলে ব্র্রডব্যান্ড সমর্থন নিশ্চিত করার উপায় তুলে ধরেন।
জনাব রেজা সেলিম, পরিচালক, আমাদের গ্রাম এবং জাতিসংঘ তথ্য সমাজ বিষয়ক বিশ^ সম্মেলনের সাবেক দক্ষিণ এশিয়ার সমন্বয়কারী বরেন ব্রডব্যান্ড কমিশন ফর সাসটেইনেবল ডেভেলপমেন্টের ২০২৫ বৈঠকে এর লক্ষ্যমাত্রা সংযোগ, সাশ্রয়ী, প্রবেশাধিকার, সমতা এবং সবার জন্য ব্যবহারযোগ্য বিষয়ের ওপর আলোচনা করেছেন। নিরাপদ সংযোগ ও একটি সচেতন এবং শিক্ষিত সমাজের জন্য অনলাইন পরিষেবাগুলির সাশ্রয়ী মূল্যের অ্যাক্সেস এবং নিরাপদ ব্যবহার গুরুত্বপূর্ণ।
বিশেষ অতিথি জনাব সুব্রত রায় মৈত্র, ভাইস চেয়ারম্যান, বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি) বলেন অন্তর্ভুক্তিমূলক এবং সাশ্রয়ী ইন্টারনেটের জন্য সরকারের গৃহীত পদক্ষেপ এবং গ্রামীণ জনগোষ্ঠীকে সংযোগের আওতায় আনার বিষয়ে আলোচনা করেন।
জনাব মোস্তফা জব্বার, মাননীয় মন্ত্রী, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং উল্লেখ করেন যে গ্রামীণ জনগণ তাদের সংযোগের আওতায় আনার প্রত্যাশা করছে বিশেষ করে তাদের সন্তানদের অনলাইন ক্লাসে অংশগ্রহণ করার জন্য। দ্রুত এবং সাশ্রয়ী মূল্যের ইন্টারনেট সমাজের চাহিদা। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ইস্যুতে বিশেষ মনোযোগ এবং দৃষ্টি দিয়েছেন। এক দেশে এক রেইট ঘোষণার উদ্যোগের মধ্যে সরকার সাশ্রয়ী ও দ্রুতগতির ইন্টারনেটের জন্য গ্রামাঞ্চলে অবকাঠামোগত উন্নয়নের জন্য সরকার কাজ করছে।
জনাব হাসানুল হক ইনু, এমপি, চেয়ার, বিআইজিএফ ও সভাপতি, সংসদীয় স্থায়ী কমিটি, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অধিবেশনে সভাপতিত্ব করেন। তিনি বলেন, ইন্টারনেট সমাজে একটি বিপ্লব সৃষ্টি করেছে, অন্তর্ভুক্তিমূলক, সাশ্রয়ী এবং দ্রুত গতির ইন্টারনেট সংযোগ গুরুত্বপূর্ণ এবং নীতিনির্ধারক এবং দায়িত্বপ্রাপ্তদের শহর ও গ্রামাঞ্চলের মধ্যে ডিজিটাল বিভাজন কমাতে কাজ করার জন্য আরও দায়িত্ব¡ নিতে হবে। ডিজিটাল বিভাজন এবং বৈষম্য হ্রাস, বহু-অংশীদারদের অংমগ্রহণ প্রয়োজন, সমাজের সকল সেক্টরকে ডিজিটালাইজেশন করার জন্য আমাদের সকলের কাজ করা উচিত।

জনাব এ এইচ এম বজলুর রহমান, প্রধান নির্বাহী কর্মকর্তা, বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশন (বিএনএনআরসি) সংলাপ সঞ্চালনা করেন। তিনি বলেন, আমাদের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে ইনটারনেট সংযোগের আওতায় আনার জন্য মনোনিবেশ করা উচিত।
জনাব মোহাম্মদ আবদুল হক অনু, মহাসচিব, বাংলাদেশ ইন্টারনেট গভর্নেন্স ফোরাম, অনুষ্ঠানটির সমন্বয় করেন।
Leave a Reply