প্রাথমিক স্তর থেকেই কোডিং! সোনার বাংলাদেশের জন্য, যৌক্তিক চিন্তাসম্পন্ন ও সমস্যা সমাধানে দক্ষ হবে শিক্ষার্থী!

মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার রূপকল্প ২০৪১ সামনে রেখে একটি জ্ঞানভিত্তিক, দক্ষতাসম্পন্ন এবং উন্নত অর্থনীতির বাংলাদেশকে পরিণত করতে হলে আগামী প্রজন্মকে চতুর্থ শিল্প বিপ্লবের উপযোগী করে গড়ে তুলতে হবে। উদ্ভাবনী বাংলাদেশে জ্ঞান-বিজ্ঞানে আজকের শিশুরাই আগামী দিনে নেতৃত্ব দিবে। ভবিষ্যতে যেকোনো পরিস্থিতিতে নিজেকে খাপ খাওয়ানো, ভবিষ্যত চাকরী বাজারের জন্য নিজেকে তৈরি, মানবতার শিক্ষা কিংবা দক্ষতাভিত্তিক শিক্ষাই হতে পারে আগামী দিনের হাতিয়ার।
প্রযুক্তির প্রসার এবং বহুমাত্রিক ব্যবহারের ফলে গতানুগতিক চিন্তাধারা, কর্মক্ষেত্র, চাকুরীসহ সবকিছুতেই পরিবর্তনের ছোঁয়া লেগেছে। আগামী প্রজন্মকে যদি সমস্যা সমাধান দক্ষতা, সৃজনশীলতা, কর্মদক্ষতা, চিন্তন দক্ষতা, সামাজিক দায়বদ্ধতা এবং মূল্যবোধ বিষয়ে দক্ষ এবং অভিজ্ঞ করে তোলা না যায় তাহলে কাঙ্খিত স্বপ্নের সোনার বাংলা তথা উন্নত বাংলাদেশ প্রতিষ্ঠা করা সম্ভব নয়।
এ লক্ষ্যকে সামনে রেখে, আগামী জানুয়ারি ২০২২ থেকে প্রাথমিক শিক্ষা স্তরে প্রবর্তিত হতে হচ্ছে কোডিং। তৃতীয় শ্রেণি থেকেই কারিকুলামের সাথে যুক্ত হচ্ছে কোডিং।
শিক্ষার্থীদের জন্য খুব সহজে, সাবলীলভাবে, খেলাচ্ছলে, ডিভাইসসহ এবং ডিভাইস ছাড়া কোডিং এ হাতেখড়ির সুযোগ তৈরি হচ্ছে। একই সময়ে চতুর্থ এবং পঞ্চম শ্রেণিতেও আসছে কোডিং।
এ বিষয়ে আইসিটি বিভাগ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মতবিনিময় সভা।
Leave a Reply