News

প্রযুক্তিপ্রাণ গোলাপ মুনীর আর নেই

না ফেরার দেশে পাড়ি জমালেন বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি লেখক ও সাংবাদিক গোলাপ মুনীর। (ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।) তার আসল নাম মুনীর তৌসিফ। যিনি সমাধিক পরিচিত গোলাপ মুনীর তথা জি. মুনীর নামে।

কোভিড ১৯ এ আক্রান্ত হয়ে শনিবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এরপর তার লাশ রাজধানীর মোহাম্মদপুরের বাবর রোডের আল মারকাজুল ইসলামী হাসপাতালে রাখা হয়। সেখানেই মৃতের গোসল করানোর কথা। মরহুমের জানাযা কখন অনুষ্ঠিত হবে, তার পরিবার নিশ্চিত করে কিছু জানায়নি।

মরহুম মুনীর ইন্তেকালেরর আগ পর্যন্ত মাসিক কমপিউটার জগত পত্রিকায় সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন। রাজধানীর মোহাম্মাদপুর আদাবরে সপরিবারে বসবাস করতেন মিতভাষী ও অত্যন্ত মেধাবী এই ফিচার লেখক। গবেষণাধর্মী লেখালেখি, অনুবাদ, কলাম লেখা, বিজ্ঞান, গণিত ও তথ্যপ্রযুক্তি বিষয়ে তার লেখনী জাগৃত করে ছেলে-বুড়ো সকলকেই।

প্রবীণ সাংবাদিক ও জাতীয় প্রেস ক্লাবের সিনিয়র সদস্য গোলাপ মুনীর সূচনা থেকেই দৈনিক নয়া দিগন্তের সাথে যুক্ত ছিলেন। ২০০৪ থেকে ২০১৯ পর্যন্ত তিনি নয়া দিগন্তের সহকারী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৯ সালে অবসর নেয়ার পরেও তিনি নয়া দিগন্তে নিয়মিত কলাম লিখে আসছিলেন।

Leave a Reply