News

৩০ অক্টোবর ‘সাইবার নিরাপত্তা সচেতনতা দিবস’ পালন করবে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

আন্তর্জাতিক সাইবার নিরাপত্তা মাস উপলক্ষে আগামী ৩০ অক্টোবর দিনব্যাপী ‘সাইবার নিরাপত্তা সচেতনতা দিবস-২০২১’ পালন করবে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাইবার সিকিউরিটি সেন্টার। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘সাইবার দুনিয়ায় নিরাপদ থাকি’। দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে থাকবে সাইবার নিরাপত্তা বিষয়ক সেমিনার, প্রশিক্ষণ কর্মশালা, প্যানেল আলোচনা, পণ্য পদর্শনী এবং ক্যাপচার দ্য ফ্ল্যাগ প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় সারা দেশ থেকে শতাধিক দল অংশ নিতেযাচ্ছে। দিন ব্যাপী এসব আয়োজনে সহযোগিতা করছে বেসিস, আই এস এ এস এবং সফটহাব বিডি।

আজ বৃহস্পতিবার (২৮ অক্টোবর) এক অনলাইন মিট দ্য প্রেস অনুষ্ঠানের মাধ্যমে এসব তথ্য জানানো হয়। মিট দ্য প্রেসে বক্তব্য রাখেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ড. ইমরান মাহমুদ, সাইবার সিকিউরিটি সেন্টারের পরিচালক ও সহযোগী অধ্যাপক মো. মারুফ হাসান, বেসিসের পরিচালক রাশেদ কবির এবং আই এস এ এসের পরিচালক এ এন এম শাখাওয়াৎ হোসেন ।

ক্যাপশনঃ‘সাইবার নিরাপত্তা সচেতনতা দিবস-২০২১’ উপলক্ষে ভাচর্‚য়ালী আয়োজিত সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ড. ইমরান মাহমুদ, সাইবার সিকিউরিটি সেন্টারের পরিচালক ও সহযোগী অধ্যাপক মো. মারুফ হাসান, বেসিসের পরিচালক রাশেদ কবির এবং আই এস এ এসের পরিচালক এ এন এম শাখাওয়াৎ হোসেন।

Leave a Reply